১০ জানুয়ারী, ২০২৩
ছবি: উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়দের ভিড়।
টাঙ্গাইলের ঘাটাইলে দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে এক সহকারি (হেলপার) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ১০ জানুয়ারি ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হরিপুর এলাকায় সিমেন্ট ও বালুভর্তি ট্রাকের মুখোমুখী সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত মো. আব্দুল জলিল (৩৫) সিমেন্টভর্তি ট্রাকের সহকারি ও শেরপুরের নালিতাবাড়ি উপজেলার কদমতলী এলাকার আজবার আলীর ছেলে। এঘটনায় দুই ট্রাক চালক ও আরও এক সহকারি আহত হয়েছেন। আহত সিমেন্টভর্তি ট্রাক চালক মো. আসাদুল (৩৫) ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বালুভর্তি ট্রাকের আহত চালক ও সহকারির পরিচয় পাওয়া যায়নি। তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপতালে পাঠায় স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে সিমেন্ট ভর্তি ময়মনসিংহমুখী ও লাল বালুভতি টাঙ্গাইলমুখী দুটি ট্রাক ওই এলাকায় পৌঁছলে মুখোমুখেী সংঘর্ষে সড়কের পাশে ইটের স্তুপে গিয়ে পড়ে। এসময় স্থানীয়রা সিমেন্টভর্তি ট্রাক চালক মো. আসাদুলকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বালুভর্তি ট্রাকের চালক ও সহকারিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে দুই ঘন্টার চেষ্টায় ট্রাকের দরজা ও বিভিন্ন অংশ কেটে নিহত সহকারির মরদেহ বের করে।
ঘাটাইল থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
Good news
Good