২১ নভেম্বর, ২০২২
ছবি: নিথর দেহ
টাঙ্গাইলের দেলদুয়ারে শাকিল মিয়া (১৪) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশার চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলা সদরের দেলদুয়ার কলেজের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত শাকিল মিয়া উপজেলার বারপাখিয়া গ্রামের বুদ্দু মিয়ার ছেলে।
এ প্রসঙ্গে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন মৃধা জানান, শাকিল মিয়া স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
তিনি মাঝে মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। রোববার (২০ নভেম্বর) রাতে লিটন নামে একজনের অটোরিকশা নিয়ে তিনি বাড়ি থেকে বের হন।পরে সোমবার সকালে স্থানীয়রা দেলদুয়ার কলেজের পেছনে শাকিলের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Good news
Good