৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / বিশেষ সংবাদ / অপরাধ

টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মোমবাতি জালিয়ে প্রতিবাদ

২৫ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ সজীব মিয়া,
সরকারি সা'দত কলেজ (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: বক্তব্যর সময়

টাঙ্গাইল পৌর উদ্যানে আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ রাত ৭ ঘটিকার দিকে ধর্ষকদের গ্রেফতারের জন্য মোমবাতি জালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। তারা জানায় আর যেন কোন মা-বোনকে ধর্ষনের স্বীকার না হতে হয়। আইনি ব্যবস্থাকে আরো কঠোর করতে আহ্বান করেন। 

কয়েক দিনে ধর্ষনের মাত্রা ক্রমাগত বেড়েই চলেছে এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তীব্র নিন্দা জানায় এবং ধর্ষকদের অতিবলম্বে দ্রুত গ্রেফতার করতে বলেন। ধর্ষকদের গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন শিক্ষার্থী ও ধর্ষকের আত্মীয় স্বজনরা।

টাঙ্গাইলের সমন্বয়করা প্রতিবাদী গানের মাধ্যমেও প্রতিবাদ করে। ধর্ষন মুক্ত বাংলাদেশ গড়তে চায় শিক্ষার্থীরা।

সকলকে আরো সচেতন হতে বলেন। ধর্ষকদের অতিবিলম্বে ধরে বিচারের আওতায় এনে প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন ধর্ষকদের না ধরা পর্যন্ত এই কর্মসূচী অব্যাহত থাকবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানায় এবং মা বোনদের অভয় দিয়ে রাজপথে থাকার ঘোষণা দেয়।

Related Article