১৩ ডিসেম্বর, ২০২২
ছবি: টাঙ্গাইলে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, কেন্দ্রীয় সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতাদের গ্রেপ্তার ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃতে মঙ্গলবার বেলা ১১ টার দিকে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকালে পুলিশি বাধায় নির্ধারিত স্থানে সমাবেশ করতে না পেরে শহরের আদি টাঙ্গাইল এলাকায় প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা বিএনপি
সমাবেশে বক্তারা বলেন, পুলিশ দ্বারা এই ফ্যাসিবাদি সরকার ক্ষমতায় থাকতে পারবে না । কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীসহ জেলার যে সমস্ত নেতাকর্মীকে ৭ ডিসেম্বর ঢাকায় আটক করেছে তাদের মুক্তি দিতে হবে । যদি মুক্তি না দেয়া হয় তাহলে কঠিন আন্দোলনের ডাক দেয়া হবে ।
এ সময় টাঙ্গাইল উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলীম, বিএনপি নেতা আবুল কাশেম, আজগর আলী সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।