২৪ ডিসেম্বর, ২০২২
ছবি: মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সারাদেশে ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেফতার জামিন বাতিল করে নেতা কর্মীদের কারাগারে প্রেরণ, পুলিশি হামলা, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবি ও নির্যাতনের প্রতিবাদে গণ মিছিল করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১১ টার দিকে জেলা বিএনপির আয়োজনে শহরের শান্তি কুঞ্জ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয় সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, বেনজির আহমেদ টিটো,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহিদ হাসান মালা প্রমুখ।
বক্তারা সমাবেশে খালেদা জিয়াসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তি, মিথ্যা মামলা, তৃণমূল নেতাকর্মীদের গ্রেফতার ও জামিন বাতিল করে মুক্তির.দাবি জানান।
এসময় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, টাঙ্গাইল সদর থানা বিএনপি, শহর বিএনপিসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।