২৫ সেপ্টেম্বর, ২০২২
ছবি: ছবি:
আন্তর্জাতিক বধির সপ্তাহ উপলক্ষে রবিবার টাঙ্গাইল বধির সংঘের উদ্যোগে স্টেডিয়াম মার্কেটে অবস্থিত কার্যালয়ের সামনে, নিরালার মোড় ও টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল বধির সংঘের কোষাধ্যক্ষ মো. মোক্তার হোসেন, সদস্য হৃদয় নাহিদ, আমিনুর রহমান ও নাসির মিয়া। মানববন্ধনে তারা তাদের নিজস্ব কার্যালয়ের জন্য ভূমি দাবি করেন।
এছাড়াও বধির সংঘের উদ্যোগে আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস পালন করা হয়েছে। ‘সাংকেতিক ভাষা আমাদের একত্রিত করুক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও ‘সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক সম্প্রদায় তৈরি করা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯-২৫ থেকে বধির সপ্তাহ উদযাপন করা হয়েছে।