০৪ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: জাসাস’র আহবায়ক কমিটি অনুমোদন
টাঙ্গাইল নাগরপুরের বেকড়া ইউনিয়ন জাসাস’র আহবায়ক কমিটি অনুমোদন
জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয় সংস্কৃতি চর্চা এবং এর বিকাশের লক্ষ্যে ১৯৭৮ সালের ২৭ ডিসেম্বর প্রতিষ্ঠা করেন।
এরই ধারাবাহিকতায় সুস্থ ধারায় সংস্কৃতি চর্চা এবং দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা জাসাস এর ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর নিজস্ব প্যাডে নাগরপুর উপজেলা জাসাসের সংগ্রামী আহবায়ক মোঃ আবুল বাশার এবং বিপ্লবী সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট উক্ত আহবায়ক কমিটির অনুমোদিত তালিকা প্রকাশিত হয়েছে।
বিষয়টি আজ ৪ ফেব্রুয়ারি’২৫ নাগরপুর ইউনিয়ন জাসাস এর নবগঠিত কমিটির আহবায়ক মো: দুলাল মোল্লা এবং সদস্য সচিব মো: রনি মিয়া গণমাধ্যমকে নিশ্চিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখা, বাংলাদেশ জাতীয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা জাসাস নাগরপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।