৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
পরিবেশ / সারাদেশ

টাংগাইলে তরুণদের সংগঠন দশমিক ফাউন্ডেশনের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে

০৯ অগাস্ট, ২০২৪

মোঃ সজীব মিয়া,
সরকারি সা'দত কলেজ (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: দায়িত্ব পালনের সময় তোলা

আন্দোলনরত অবস্থায় টাংগাইল শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর হওয়াতে শহরের প্রতিটি জায়গাতে ময়লা আবর্জনা দিয়ে ভরা ছিলো দশমিক ফাউন্ডেশনের সদস্যরা মিলে শহরের বিভিন্ন জায়গায় ময়লা- আবর্জনা পরিষ্কার করেছে।  তাদের মতামত দেশ তাদের তাই পরিচ্ছন্ন রাখার দায়িত্বটাও তাদের।

ট্রাফিক ডিউটি: দশমিক ফাউন্ডেশনের সদস্যরা দেশের পাশে দাঁড়িয়ে দেশের সম্পদ ও দেশের মানুষের রক্ষার্থে রাস্তায় ট্রাফিকের ডিউটি পালন করছেন এসব শিক্ষার্থীরা।

বাজার মনিটরিং: দেশে বর্তমান পরিস্থিতিতে সব কিছুর দাম অনেক বেশি।  টাংগাইলে পার্কের বাজারে দশমিক ফাউন্ডেশনের সদস্যরা বাজার মনিটরিংয়ের দায়িত্ব পালন করেছেন।  ব্যবসায়ীদের বুঝিয়েছেন জিনিসপত্রের দাম সীমিত আকারে রাখার কথা বলা হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন দশমিক ফাউন্ডেশনের সভাপতি মিনারুল ইসলাম, সহ-সভাপতি অমি খান, মহাসচিব আমেনা আক্তার তিলোত্তমা, প্রচার প্রকাশনা সম্পাদক উম্মে হাবিবা, কার্যকরী সদস্য তানভীর, স্নিগ্ধা, লামিসা, ইয়াছিন,  মিম, জীম, আয়েশা, আলভী, মরিয়ম, জয়, আরো অনেকে।  

তাদের মতামত দেশ তাদের তাই রাষ্ট্র সংস্কারের দায়িত্বও তাদের।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good