৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয় / শিক্ষা / পরিবেশ

ধুনটে প্রথম বারের মত ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

২১ ফেব্রুয়ারী, ২০২৫

মুঞ্জরুল হক,
ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: ধুনটে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

বগুড়ার ধুনটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম বারের মত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার আয়োজনে ৩ দিনব্যাপী বর্ণাঢ্য প্রকাশনা উৎসব/২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই প্রকাশনা উৎসব শুরু হয়।

দিনের শুরু থেকেই শিক্ষার্থীসহ নানা শ্রেনি পেশার মানুষ ভীর করতে থাকে।বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা প্রকাশনা উৎসবের ষ্টল পরিদর্শন করেন। ওই দিন সকালে বাংলাদেশ জামায়াত ইসলামীর ধুনট উপজেলা শাখা সংক্ষিপ্ত আয়োজন শেষে স্টলে আসা আগত দর্শনার্থী, ক্রেতা ও আয়োজকদের সাথে মতবিনিময় করেন উপজেলা জামাতের আমীর অধ্যপক মাও. আমিনুল ইসলাম। 

মতবিনিময় কালে উপজেলা জামাতের সেক্রেটারি মাও. আব্দুল করিম, উপজেলা শিবিরের সভাপতি সজিব আহমেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির বগুড়া জেলা পূর্বের সভাপতি জুবায়ের আহমেদ, সেক্রেটারি সাহরিয়ার বিপ্লব প্রকাশনা স্টল পরিদর্শন করেন।

উল্লেখ্য, ধুনট উপজেলা ছাত্র শিবিরের প্রকাশনা উৎসবে বিভিন্ন ইসলামী বই, পবিত্র কোরআন প্রদর্শন ও সাইন্স ফিকশন, পত্রিকা, গল্পের বই সহ  নববর্ষের ক্যালেন্ডার, ডায়েরি, কলম, স্টিকার, চাবির রিংবিক্রির জন্য রাখা হয়।

Related Article