০১ এপ্রিল, ২০২৩
ছবি: সংগ্রহীত
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজলোয় বোরী আবহাওয়ার প্রভাবে টানা র্বষণে খেতে পানি জমে গছে। এতে ফসলরে ক্ষতির আশস্কায় কৃষকরা। গত বুধবার ২৯ র্মাচ দুপুর থেকে থেমে থেমে ভারী র্বষন হচ্ছে আবহাওয়া অধদিপ্তর সূত্রে জানা যায়,আগামী কয়কে দিন র্পযন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পার।
বৃষ্টি হওয়ার আগে বেশ কিছুদিন যাবত ভ্যাপসা গরম ছিল। বুধবার থেকে অনবরত বৃষ্টি হওয়ার কারণে রবি ফসল ও বোরা ধানরে ব্যাপক ক্ষতি হবে বলে জানয়িছেনে উপজলিা কৃষি অফিস।
শনিবার সরে জমিনে দিয়ে দেখা যায়,উপজলোর রাঙ্গাবালী, বড়বাইশদয়িা, ছোটবাশদিয়া, মৌডুবী, চালিতাবুনিয়া, ও চরমোন্তাজ সহ ছয়টি ইউনয়িনরে তিন দিনের বৃষ্টির কারনে রবি ফসলরে মাঠগুলোতে মুগডাল,আলু, মরিচ চিনাবাদাম ও বােরো ধান রয়ছে। রাঙ্গাবালী উপজলো কৃষি অফসি সূত্রে জানা যায়,চলতি মৌসুমে মিষ্টি আলু ১৮৫,মুগডাল ১২২২৫,প্লেনডাল
১৩৮০, চিনাবাদাম ১২৮০,মরিচ ১১২০হেক্টর জমতিে বােরে ধানসহ বিভিন্ন ফসলরে চাষ হয়ছে। রাঙ্গাবালী ইউনয়িনরে কৃষক হাফিজুর জানান ১.৫০ একর জমিতে চিনা বাদাম, মরচি ও মুগডাল আবাদ করছেনে। একবার বৃষ্টি হয়ে গেছে বুধবার থেকে বৃষ্টি শুরু হওয়ায় সব শষে হয়ে যাবে মনে হচ্ছ। তবে বৃষ্টি বাড়লে ক্ষতির পরমিাণ আরও বেড়ে যাবে।
ছোটবাইশদয়িা ইউনয়িনরে কৃষক মোশারফে জানান এ বছরে ৬০ শতক জমিতে মরিচ চিনা বাদাম চাষাবাদ করছি। সার ঔষাধের দাম একটু বেশি হওয়ায় খরচ হয়েছে ব্যাপক দুই/তিন দিনের বৃষ্টিতে খেতে পানি জমে গছে। এতে খেতের বাদাম পচেঁ যাবে আমাদের অনকে ক্ষতি হয়ে যাব। বিভিন্ন জনের কাছ থেকে ধার দেনা করে চাষাবাদ করছে।
রাঙ্গাবালী উপজলো কৃষি র্কমর্কতা ইকবাল আহম্মদে জানান, বৈরী আবহাওয়ার প্রভাবে টানা ৩ দিন বৃষ্টি হচ্ছ। বিভিন্ন এলাকায় খেতে পানি জমে গেছে আমরা র্সাবক্ষনকি মনিটরিং করছি। এবং কৃষকদের খোঁজ খবর নিচ্ছি। বিশেষ করে চিনাবাদাম মরিচের ক্ষতি হয়ছে। আরো কয়কে দিন বৃষ্টি হলে লোকসানে পড়তে হবে কৃষকদের ।
Good news
Good