১৪ অক্টোবর ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটাররা আমাকেই বেছে নেবে.বলেছেন আলহাজ্ব জাহাঙ্গীর আলম

১২ অক্টোবর, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটাররা আমাকেই বেছে নেবে বলেছেন আলহাজ্ব জাহাঙ্গীর আলম

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটাররা আমাকেই বেছে নেবে....  আলহাজ্ব জাহাঙ্গীর আলম। 
 

ছাতক - দোয়ারা বাজার আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  স্বতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম বিভিন্ন বাজারে  গণসংযোগ করেছেন।

রোববার দুপুরে  উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা বাজার, হাসনাবাদ বাজার,  ভাত গাঁও ইউনিয়নের আলী গঞ্জ বাজার,  দোলার বাজার ইউনিয়নের দোলার বাজার, জাহিদপুর বাজার,মঈন পুর বাজার, পালপুর বাজার পয়েন্ট,গোবিন্দ গঞ্জ - সৈদের গাও ইউনিয়নের গোবিন্দগঞ্জ পয়েন্ট,  পীরপুর বাজার, জালাল পুর পয়েন্ট, জাউয়া বাজার সহ কয়েকটি বাজারের ভোটারদের সাথে গণসংযোগ করেন। 

আলহাজ্ব জাহাঙ্গীর আলম গণসংযোগ কালে বলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটাররা আমাকেই বেছে নেবে।

তিনি যুবক দের উদ্দেশ্য আরও বলেন  বেকারত্ব দুরি করনে দেশের আত্মা প্রত্যয়ী যুবক যুবাদের প্রশিক্ষনের মাধ্যমে দেশ বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করে এসব প্রতিষ্টান গুলোতে বেকার দের কাজের সুযোগ করে দেওয়া হবে ।তিনি নতুন ভোটারদের কাছে গিয়ে  গণসংযোগ কালে এসব কথা বলেছেন। 

আলহাজ্ব জাহাঙ্গীর আলম  বলেছেন  আমি সংসদ সদস্য নির্বাচিত হলে প্রথমেই বেকার দের জন্য আত্মা কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করে যাবো। এ ছাড়া দুটি উপজেলারই যোগাযোগ ব্যবস্থার নাজুক অবস্থা। বেশিরভাগ রাস্তারই নাজুক অবস্থা ।এসব রাস্তা গুলো সংস্কা কাজ করা অত্যান্ত জরুরি। 

মানুষ পরিবর্তন চায়। মানুষের মৌলিক চাহিদা মেটাতে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা নিয়ে গুরুত্বের সাথে কাজ করতে চাই। আমি জাবা মেডিকেলের মাধ্যমে বেসরকারি পর্যায় ছাতক - দোয়ারার ছয় লক্ষ মানুষের  চিকিৎসা সেবায় সর্বোচ্চ ছাড় দিয়ে কাজ করে জাচ্চি।আমাকে সংসদ সদস্য পদে নির্বাচিত করলে বাকি জীবনটাই মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। 

Related Article