৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অপরাধ

স্বামীকে না বলে বাজারে যাওয়ায় স্ত্রীকে কুপিয়ে গুরুত্বর জখম!

০২ নভেম্বর, ২০২২

মোঃ রাকিবুল ইসলাম,
দশমিনা উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি

ছবি: স্ত্রী হলদি বেগম (৪৫)

দশমিনা উপজেলায় স্বামীকে না বলে বাজারে যাওয়ায় স্ত্রীকে কুপিয়ে শরিরের বিভিন্ন অংশ সহ তার হাতের পাচটি আঙুল বিচ্ছিন্ন করেছেন স্বামী। অশংকা জনক অবস্থায় তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামে এঘটনা ঘটে। স্ত্রীর ওপর হামলাকারী ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। 
দশমিনা থানা ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানাগেছে, দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের আহসান উল্লার দ্বিতীয় স্ত্রী হলদি বেগম (৪৫) স্বামীকে না বলে পাশের কালাইয়া বাজারে যায় এঘটনায় স্বামীর সাথে তার বাক বিতন্ডা হয়। গভীর রাতে সবাই গুমিয়ে গেলে ক্ষিপ্ত স্বামী আহসান উল্লাহ ঘুমন্ত স্ত্রী হলদি বেগমকে দা দিয়ে মাথা সহ শরীরের বিভিন অংশে এলোপাতারি কোপাতে থাকে। স্বামীর কোপ থেকে বাচতে বাধা দিলে হলদি বেগমের হাতের পাচটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। 
হলদি বেগমের ডাক চিৎকারে আত্বীয় স্বজন ও প্রতিবেশিরা তাকে উদ্ধার করে প্রথমে বাউফল হাসপাতাল ও পরে মুমূর্ষ অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে ঘটনার পর পরই অভিযান চালিয়ে হলদি বেগমের স্বামী মাহামুদুল্লাহকে গ্রেফতার ও হলদিকে কোপনো দা জব্দ করেছে পুলিশ। স্থানীয়রা জানান, দীর্ঘ ৩১ বছর আগে নারায়নগঞ্জ জেলার মন্ডলপাড়া এলাকার মৃত মুসলিম হোসেন এর ছেলে মোঃ আগসান উল্লাহর সাথে দশমিনা উপজেলার ৫ নং বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের আসমত আলীর মেয়ে হলদি বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই হলদি বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন।
দশমিনা থানার ওসি মোঃ মেহেদী হাসান বলেন, হলদি বেগমকে নিঃশংস ভাবে কোপনোর অভিযোগে তার স্বামীকে দা সহ গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Article