৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

সুন্দরগঞ্জে ভূয়া পরীক্ষার্থীর জেল ৬ শিক্ষার্থীকে বহিস্কার

০৭ মে, ২০২৩

মো:তৌহিদুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি

ছবি: প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বোয়ালি দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদরাসা পরীক্ষা কেন্দ্রের একজন ভূয়া পরীক্ষার্থীকে এক বছরের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নকল করার অপরাধে বিভিন্ন মাদ্রাসার ৬ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।

রোববার (৭ মে) গণিত পরীক্ষা চলাকালিন সময়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো. মাসুদুর রহমান এই দণ্ডাদেশ দেন।

ভূয়া পরীক্ষার্থীকে সনাক্ত করে তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনি বদলী পরীক্ষার্থী মশিউর রহমানকে জেল ও জরিমানা প্রদান করেন। ওই পরীক্ষার্থী উপজেলার ছাত্তারিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী।

কেন্দ্র সচিব হারুন আর রশিদ জানান, অসাদুপায় অবলম্বণ করার দায়ে ৬ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে এবং একজন ভূয়া পরীক্ষর্থীকে জেল ও জরিমানা করেছেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট।

সুন্দরগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো. মাসুদুর রহমান বলেন, ওই দণ্ডাদেশের পাশাপাশি মাদ্রাসা বোর্ডের পরিদর্শন দল নকল করার অপরাধে বিভিন্ন মাদ্রাসার ৬ জন শিক্ষার্থীকে বহিস্কার করেছেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good