২০ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: অঞ্জন কুমার সাহার মৃতদেহ
সরকারির সা'দক কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক অঞ্জন কুমার সাহা আজ ২০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ, রোজ: সোমবার রাত ৭ ঘটিকায় পরলোক গমন করেন। শারীরিক অসুস্থতার জন্য তাকে টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, ভর্তি করার কিছুক্ষণ পরই হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ঘোষণা করেন। হাসপাতালে খোজ নিয়ে জানা যায়, ব্রেইনে স্ট্রোক হওয়ায় অধ্যাপক অঞ্জন কুমার সাহার মৃত্যু হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানা যায় এর আগেও একাধিকবার স্ট্রোক করেন তিনি। আজ রাত ১০ঃ৩০ ঘটিকার সময় তার নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় তার মৃতদেহ। অধ্যাপক অঞ্জন কুমার সাহা সরকারি সা'দত কলেজে ব্যবস্থাপনা বিভাগের হিসাব বিজ্ঞানের শিক্ষক ছিলেন। তিনি অতি সাধারণ ও সহজ সরল এবং ছাত্র-ছাত্রীদের ছিল খুবই প্রিয়। তার মৃত্যুতে সরকারি সা'দত কলেজে নেমে এসেছে শোকের ছায়া।