০৮ অক্টোবর, ২০২৪
ছবি: উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার
সরকারি সফরের দ্বিতীয় দিনে দেলদুয়ারে খামারীদের সাথে মত বিনিময় করলেন উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার
টাঙ্গাইলে দুই দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে দেলদুয়ার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খামারীদের সাথে মত বিনিময় করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার মহোদয়।
আজ ৮ অক্টোবর'২৪ রোজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খামারীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার বলেন- লৌহজং নদীসহ বিভিন্ন জলাশয়গুলো দখল, দুষিত ও ভরাট হয়ে গেছে। এগুলোকে উদ্ধার ও দুষনমুক্ত করে মাছের উৎপাদন বৃদ্ধি করা হবে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা আব্দুল্লাহ আল-নূরের সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, টাঙ্গাইল জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম মানিক, উপজেলা মৎস্য কর্মকর্তাসহ আরো অনেকে।
উক্ত মত বিনিময় সভা শেষে পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী ঢাকার উদ্দেশ্যে দেলদুয়ার ত্যাগ করেন।