১৪ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: বসন্তবরনণ অনুষ্ঠানে নান আয়োজন
টাঙ্গাইলে সরকারি সা'দত কলেজে বসন্তবরন অনুষ্ঠান আজ ১লা ফাল্গুন ১৪২৯ বাংলা। প্রতিবছরের মতো এবছরেও আয়োজন করতে কমতি রাখেনি সরকারি সা'দত কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নতুন সাজে হলুদ রঙের শাড়ী ও পাঞ্জাবি পড়ে বসন্তকে বরণ করে নিয়েছে। সর্বপ্রথম ১লা ফাল্গুন ১৪২০ বাংলা শুরু হয়েছিলো বসন্তবরণ। সেই সময় থেকে নৃত্য পরিবেশন ও গানের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করে আসছেন।
সরকারি সা'দত কলেজের মতো সরকারি মওলানা মোহাম্মদ আলী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বসন্তবরনণ উৎসব পালন করে।