৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

সড়ক পারাপার নয়, এ যেন মৃত্যুর ফাঁদ

১৯ ডিসেম্বর, ২০২২

মাইন উদ্দিন,
মহানগর দক্ষিণ যাত্রাবাড়ি থানা (ঢাকা) প্রতিনিধি

ছবি: দনিয়া, শনিআখড়ায় ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হচ্ছে পথচারী।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি, দনিয়া, শনিআখড়া এলাকায় ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হচ্ছে জনসাধারনসহ অনেকেই। মহাসড়কের পাশেই উত্তর -দক্ষিন দিক  দিয়ে রয়েছে জিয়াসরনী রোড ও আন্ডারপাশ্ব ব্রিজ এবং ২০০ ফুট সামনে গেলে রয়েছে  ফুট ওভারব্রিজ। সকল ব্যবস্থা থাকা সত্বেও  সড়কটির উপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে পথচারীরা। যার ফলে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। । চার লেনের এ রাস্তাটির মধ্যে রয়েছে দেয়াল ও ফাঁকা স্থানে দেয়া লোহার জালি এগুলোর উপর দিয়ে লাফিয়ে পারাপার হচ্ছে পথচারী। এমনকি গাড়ি চলাচলের সময় ও থামছেনা পারাপার। 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good