২৩ মে, ২০২৪
ছবি: শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ ও জগন্নাথ পুরী মহারাজ
গতকাল বুধবার থেকে শুরু হচ্ছে যুগাবতার শ্রীশ্রী শিবকল্পতরু শ্রী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী গুরু মহারাজের শুভ আবির্ভাব স্মরণ মহোৎসব। আবির্ভাব স্মরণ মহোৎসব উপলক্ষে শ্রীমৎ স্বামী জগন্নাথানন্দ পুরী মহারাজ প্রতিষ্ঠিত স্মৃতিতীর্থ পরম পূণ্যভূমি ফাঁসিয়াখালী পাগলির আগা শ্রীশ্রী জগন্নাথ ঋষি আশ্রম প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপি বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালার।
আজ ২১ মে বুধবার ব্রাহ্মমুহুর্তে মঙ্গলারতি ও মাঙ্গলিক ধ্বজা উত্তোলন, সকাল ৮টায় ঋষিধ্বজা উত্তোলন, বেদমন্ত্র পাঠ, মঙ্গল প্রদীপ প্রজ্জলন, সাড়ে ৯টায় শ্রীশ্রী গুরু মহারাজের পূজা ও দীক্ষাদান অনুষ্ঠান,
দুপুর ১২টায় শ্রীশ্রী গুরু মহারাজের ভোগরাগ ও সমবেত প্রার্থনা, দুপুর ১টায় প্রসাদ বিতরণ, সন্ধ্যা ৭টায় মহানামযজ্ঞের শুভ অধিবাস। অধিবাস উদ্বোধন ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করবেন শ্রীশ্রী জগন্নাথ ঋষি আশ্রমের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী জগন্নাথানন্দ পুরী গুরু মহারাজ।
অনুষ্ঠানের ২য় দিনে ২২ মে বৃহস্পতিবার ব্রাহ্মমুহুর্তে অষ্টপ্রহরব্যাপি মহানামযজ্ঞের শুভারম্ভ, শ্রীশ্রী গুরু মহারাজের পূজা, দীক্ষাদান অনুষ্ঠান, শ্রীশ্রী গুরু মহারাজের ভোগরাগ ও সমবেত প্রার্থনা, দুপুরে ও রাতে প্রসাদ বিতরণ, সন্ধ্যায় সন্ধারতী ও সমবেত প্রার্থনা চলবে।
২৩ মে শুক্রবার মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও ঋষি, তপস্বী, সাধু-সন্ন্যাসী, বৈষ্ণব ভক্ত বিদায় ও পদরজঃ গ্রহণ এবং পরিসমাপ্তি ঘোষণা।
তিনদিন ব্যাপী আয়োজিত উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানের প্রতিটি পর্বে ধর্ম, বর্ণ জাতি নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন পাগলির আগা শ্রীশ্রী জগন্নাথ ঋষি আশ্রমের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী জগন্নাথানন্দ পুরী গুরু মহারাজ।
Good news
Good