৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

সন্ত্রাসীর গুলিতে নিহত ইউপি চেয়ারম্যান এর স্ত্রী পেলেন উপনির্বাচনে নৌকা প্রতিক

১৬ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ নাজমুল হক চৌধুরী,
নরসিংদী জেলা (নরসিংদী) প্রতিনিধি

ছবি: আফরোজা মানিক

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জারচর ইউনিয়ন পরিষদ এর আসন্ন উপনির্বাচনে নৌকা প্রতিক পেলেন সন্ত্রাসীর গুলিতে নিহত মির্জারচর ইউনিয়ন পরিষদের দুই দুইবারের নির্বাচিত চেয়ারম্যান জাফর ইকবাল মানিকের স্ত্রী মোসাঃ মাহফুজা মানিক।  বুধবার  (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিভিন্ন জেলার উপনির্বাচনের প্রার্থীর তালিকা প্রকাশ করে আওয়ামিলীগ।  তালিকায় দেখা যায় জাফর ইকবাল মানিকের স্ত্রী মির্জারচর ইউপি থেকে নৌকা প্রতিক পেয়েছেন।

এর আগে গত ৩ ডিসেম্বর মির্জারচর ইউনিয়নের শান্তিপুর গ্রামে সামাজিক সমাবেশে সবার সম্মুখে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মির্জারচর ইউনিয়ন যুবলীগ এর সভাপতি দুই দুই বারের নির্বাচিত চেয়ারম্যান জাফর ইকবাল মানিক। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে আলোড়িত হয় পুরো জেলা।

জানা যায়, মির্জারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত চলা বিবাদ কে কেন্দ্র করে প্রতিপক্ষ ফারুক হোসেন এর সন্ত্রাসী বাহিনী পরিকল্পিত ভাবে হত্যা করে জাফর ইকবাল মানিক কে। এই ঘটনায় ফারুক হোসেন কে প্রধান আসামি করে মামলা করা হয়। পরে জেলা পুলিশ আসামীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে।

পরবর্তীতে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে এবং আগামী ১৩ মার্চ উপনির্বাচনের দিন ধার্য করে। মোসাঃ আফরোজা মানিক কে দলীয় মনোনয়ন দেয়ায় মির্জারচর ইউনিয়নের সর্বস্তরের জনগন সন্তোষ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই আফরোজা মানিক কে অভিনন্দন জানিয়ে মতামত শেয়ার করছেন। মোসাঃ আফরোজা মানিকের সাথে কথা বলে জানা গেছে নিহত চেয়ারম্যান জাফর ইকবাল মানিকের সপ্ন পুরন করতে চান তিনি।

মোসাঃ আফরোজা মানিক বলেন, "অতিরিক্ত জনপ্রিয়তার কারনেই হত্যা করা হয় জাফর ইকবাল মানিক কে। আমি তার অসমাপ্ত কাজ গুলো বাস্তবায়নের পাশাপাশি মির্জারচর ইউনিয়নের উন্নয়নে আমৃত্যু কাজ করে যেতে চাই। আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রায়পুরার সিংহ পুরুষ সাংসদ রাজিউদ্দীন আহমেদ রাজু ভাই কে"।

Related Article