১৯ মার্চ, ২০২৩
ছবি: যাতায়াতে চরম জনদুর্ভোগের কিছু চিত্র
যাত্রাবাড়ি, দনিয়া, শনিআখড়া এলাকার ঢাকা চট্টগ্রাম গামী মহাসড়কের আন্ডারপাস ব্রিজের নিচে দিয়ে বয়ে যাওয়া সড়কটি মৃধা বাড়ি থেকে চব্বিশফুট পর্যন্ত রাস্তাটি জিয়া স্মরনী রোড নামে পরিচিত।
এই রোডের পাস দিয়ে বয়ে চলেছে খাল,জিয়া ম্মরনী খালের সংস্কারের কাজ ধীর গতি হওয়ায় দেখা দিয়েছে জনদুর্ভোগ।
ঢাকা -চট্টগ্রাম মেইন সড়কের পাস দিয়ে রায়ের বাগ হতে দনিয়া কলেজের সামনে যাওয়ার যে রাস্তাটি , শনিআখড়া আন্ডারপাস ব্রিজের পাশে জিয়া স্মরণি খালের উপর দিয়ে নেই ভালো কোনো যাতায়াতের ব্যবস্থা।
দীর্ঘদিন ধরে সংস্কারের কাজ থেমে থাকায় সৃষ্টি হয়েছে বড় খানাখন্দ। এ রাস্তাটি দিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, ঝুঁকি নিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনাসহ নানান দূর্ভোগ পোহাতে হচ্ছে মানুষের।
এ এলাকায় লক্ষাধিক জনসংখ্যার বসবাস, রয়েছে শতাধিক স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার, ব্যাংক, বীমা,অফিস আদালত, বিভিন্ন ধরনের মার্কেট ব্যবসায় প্রতিষ্ঠান এ রাস্তা দিয়ে এসব বিভিন্ন পেশাজীবী মানুষের সবারই যাতায়াতে এই সড়কের ভূমিকা অপরিসীম।
দীর্ঘদিন সংস্কারের কাজ ধীর হওয়াতে জিয়া সরণি রাস্তা ও খালের পাশে গড়ে উঠেছে অগণিত ফুটপাথ দখলদার, প্রতিনিয়ত পলিথিন, বোতল, বিভিন্ন অপ্রয়োজনীয় আসবাবপত্র খালের মধ্যে ফেলে খালকে ভরাডুবি ও অপরিচ্ছন্ন করে রাখছে। দীর্ঘদিন যাবৎ সংস্কারের কাজ ধীর হওয়ায় অল্প বৃষ্টি হলেই রাস্তার বিভিন্ন স্থান তলিয়ে যায় এবং চলাচল অনুপযোগী হয়ে পড়ে। দুর্ঘটনার শিকার হয় রিকশা, সি এন জিসহ বিভিন্ন যানবাহন।
এ ব্যাপারে তারুণ্য ২৪ পথচারিদের কাছে জানতে চাওয়ায় তারা বলেন শনিআখড়া এই রোডটি দীর্ঘ দিন ধরে কোন সংস্কারের কাজ হচ্ছে না এতে হাজারো শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষের চলাচলে চরম বিপর্যয় ঘটছে।আরো বলেন খালের মধ্যে অনেক যানবাহন পড়ে অনেকেই দূঘর্টনায় শিকার হয়ে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে । এলাকাবাসী, ব্যবসায়ী ও পথচারিদের দাবি যাতে খুব শীঘ্রই রাস্তা ও খালের কাজ দ্রুত সংস্কার করেন কতৃপক্ষ।
Good news
Good