৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয়

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষা ব্যবস্থাকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে: ডা.দীপুমনি এমপি

০১ জানুয়ারী, ২০২৩

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: বক্তব্য রাখছেন ডা.দীপু মনি এম পি

সুনামগঞ্জের ছাতকে (৩১ ডিসেম্বর) শনিবার আব্দুল হক স্মৃতি কলেজে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এমপি।

এসময় শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি প্রধান অথিতির বক্তব্যে সকলের উদ্দেশ্যে বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষা ব্যবস্থাকে আগে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে। শিক্ষকদের প্রশিক্ষন দিয়ে দক্ষ করে তুলতে হবে। একটা উন্নত সমৃদ্ধ জাতি গড়ে তুলতে হবে। শিক্ষা গ্রহন হবে আনন্দময়।

উক্ত সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এবং উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউ আর সি মোস্তফা আহসান হাবিব ও সহযোগী অধ্যাপক শামসুন্ নাহারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার প্রফেসর ড.আবু নঈম শেখ, স্বাগত বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট রাজ উদ্দিন ও কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, একুশে পদক প্রাপ্ত শব্দ সৈনিক ড.অরুপ রতন চৌধুরী, সিলেট ইন্টরন্যাশনাল ইউনিভার্সিটি মানবিক অনুষদের প্রফেসর ড.আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.রমা বিজয় সরকার, পরিচালক প্রফেসর আব্দুল মান্নান খান,  সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরী, পৌর সভার প্রতিষ্ঠাতা মেয়র  আব্দুল ওয়াহিদ মজনু, অধ্যক্ষ মঈনউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন, প্রমূখ।


 

Related Article