০১ মার্চ, ২০২৫
ছবি: সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য আব্দুল মতিনের একুশে সম্মাননা পদক লাভ।
সমাজ সেবায় অবদানের জন্য আব্দুল মতিনের একুশে স্মৃতি সম্মাননা পদক লাভ।
একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের উদ্যোগে একুশের চেতনা ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার সেগুনবাগিচাস্থ ভি আই পি অডিটোরিয়ামে সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড.জসিম উদ্দিনের হাত থেকে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য একুশে স্মৃতি সম্মাননা পদক গ্রহণ করেন ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল মতিন।
বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের মহাসচিব হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে ও সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন এবং সাংবাদিক রেজাউল করিম রিপনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক, গবেষক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব জিয়া আহমদ, বাংলাদেশ সংবাদ পত্র এডিটর এসোসিয়েশনের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, বি এন পি জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী, যুব দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান, সাংবাদিক সাকির আমিন প্রমূখ। উল্লেখ্য বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে জরিপ করে খোঁজে বের করে করোনা, বন্যা ও নানা সামাজিক কর্মকান্ডে তার বিশেষ অবদান থাকায় মোহাম্মদ আব্দুল মতিনকে এ সম্মাননা পদক দেওয়া হয়েছে।
Good news
Good