২১ নভেম্বর, ২০২২
ছবি: আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা
ফিফা বিশ্বকাপ ফুটবলের জমকালো আসর বসছে কাতারে। কাঁপছে পুরো পৃথিবী কাঁপছে বাংলাদেশ। প্রতিটি জেলায় জেলায় ভক্ত সমর্থকদের মধ্য শুরু হয়েছে আনন্দ-উল্লাস। অনেক জায়গায় সমর্থকরা পতাকা তৈরির প্রতিযোগিতায় মেতে উঠেছেন। চলছে প্রিয় দলের প্রতি ভক্ত-সমর্থকদের বাড়তি উন্মাদনা। এরই ধারাবাহিকতায় প্রিয় দল আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে নাটোরের সিংড়ায় আনন্দ শোভাযাত্রা বের করেছে সমর্থক ও ভক্তরা। নাটোরের সিংড়ায় বিশাল পতাকা ও বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।
রোববার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা কোর্ট মাঠ থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় শত শত আর্জেন্টিনার সমর্থকরা জার্সি ও পতাকা নিয়ে অংশগ্রহণ করে। এসময় শিশুরাও জার্সি পড়ে অংশগ্রহণ করে।
Good news
Good