৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

সিলিন্ডার পাইপের মাধ্যমে বিস্ফোরণ, পুড়ল বসতবাড়ি ও গোয়ালঘর

১০ মার্চ, ২০২৩

মো:তৌহিদুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি

ছবি: পুড়ে যাওয়া বসতবাড়ি ও গোয়ালঘর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়াল ঘরের আগুন সিলিন্ডার পাইপের মাধ্যমে বিস্ফোরণে ছড়িয়ে পড়ে পুড়েছে গোয়ালঘর ও বসত ঘর। বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউপির শাকপালা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে মিনাল চন্দ্র দাসের বসতবাড়ির দুটি ঘর পুড়ে যায়। এ ঘটনায় প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়। পেশায় সেলুন কারিগর মিনাল ওই গ্রামের নারায়ণ চন্দ্র দাসের ছেলে।


জানা যায়, রাত ৮টার দিকে গোয়াল ঘরের ধোঁয়ার আগুন গ্যাস সিলিন্ডারের সরবরাহ প্লাস্টিক পাইপে ধরলে তা মুহূর্তে বিস্ফোরণ আকারে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে গোয়াল ঘর থেকে বসত ঘরে ছড়িয়ে পড়ে। চিৎকারে প্রতিবেশিরা গোয়াল ঘরে থাকা প্রাণীগুলো বাঁচাতে পারলেও পানি দিয়ে বসত ঘরের আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়। স্থানীয়রা গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলেও যোগাযোগ ব্যবস্থা নাজুক থাকায় তারা ঘটনাস্থলে উপস্থিত হতে পারেনি।


অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মামুন জানান, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান শিবলু সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারটিকে পরবর্তীতে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good