২৮ জানুয়ারী, ২০২৩
ছবি: অনুষ্ঠানের চিত্র
নরসিংদী জেলার শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী মুনসেফেরচর আয়েছ আলী একাডেমি এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। শনিবার(২৮ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই আয়োজনের। সকাল থেকে শুরু হওয়া এই বর্ণিল শেষ হয় সন্ধায়।
ঐতিহ্যবাহী মুনসেফেরচর আয়েছ আলী একাডেমি এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, সুযোগ্য সাধারণ সম্পাদক, শিবপুর উপজেলা আওয়ামী লীগ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুনর রশীদ খান, চেয়ারম্যান শিবপুর উপজেলা পরিষদ। এছাড়াও শিবপুরের বিভিন্ন নেতৃবৃন্দ, শিক্ষক ছাত্র সহ এলাকাবাসীর ছিল সরব উপস্থিতি।
সকালে প্রথমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল এর পর কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু শুরু হয় অনুষ্ঠানের। উদ্বোধন বক্তব্যে জনাব আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল বলেন, " শিবপুরের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এটি। এই স্কুলের শিক্ষার্থীরা বরাবরই মেধাবী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সপ্ন স্মার্ট বাংলাদেশ গড়তে এসব মেধাবী শিক্ষার্থীরাই অবদান রাখবে ভবিষ্যতে "।
দিনব্যাপী এই আয়োজনে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র -ছাত্রী গন বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন। নানান রঙ্গের, বিভিন্ন মজার মজার গ্রামীণ ক্রীড়ার প্রতিযোগিতা চলে দিনব্যাপী। বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার দেওয়ার শেষ হয় অনুষ্ঠানের।
Good news
Good