১৮ ডিসেম্বর, ২০২৪
ছবি: হবিগঞ্জের মাধবপুরে শহীদ মিনারে ফুল দেয়া অবস্থায় ছাত্রলীগের ৩ নেতাকর্মী!
হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগের ৩ নেতাকে শহীদ মিনারে ফুল দেওয়া ও দলীয় কর্মকান্ড পরিচালনার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্র জানায়,মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মাধবপুর থানার অধীনস্থ ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম এদের গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার ছাতিয়াইন ইউপির উত্তরগ্রামের নিখিল সরকারের পুত্র দিপংকর সরকার (২৮),একই ইউপির দক্ষিণ গ্রামের আব্দুল হাসিমের পুত্র সাদ্দাম হোসেন (৩০) ও উত্তর গ্রামের মৃত ফেরু মিয়ার পুত্র খলিল মিয়া (৩২)।তারা সকলেই ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পদ পদবীতে রয়েছেন।প্রতিবেদন লেখা পর্যন্ত এদের সুনির্দিষ্ট পদ পদবীর নাম সংগ্রহ করা সম্ভব হয়নি।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছে ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক(এসআই) নুর উদ্দিন।
এসআই নুরুদ্দিন কালবেলাকে জানান,সন্ধ্যার আমরা ৩ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩ জনকে শহীদ মিনারে ফুল দেয়াসহ সাংগঠনিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে গ্রেপ্তার করি।আমাদের কাছে এদের গোপন সংবাদ ছিল যার ভিত্তিতে তাদের আমরা গ্রেফতার করি। বর্তমানে তাদেরকে থানায় রেখেছি।
সহকারি পুলিশ পরিদর্শক(এএসআই) হামিদ মিয়া জানায়, এই ৩ নেতার ২ জন সাদ্দাম ও খলিলের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাঙচুর মামলা রয়েছে।আসামীরা বর্তমানে মাধবপুর থানা হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে জানতে উপজেলা বিএনপির কয়েকজন নেতাকর্মীর সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মাধবপুর থানার ওসি আব্দুল্লা আল মামুন জানান,গ্রেফতারের ঘটনা ঘটেছে সত্য।তবে এই আমি মুহূর্তে আমি থানার বাহিরে অবস্থান করায় বিস্তারিত জানাতে হলে থানায় গিয়ে বলতে হবে।
ছবি:হবিগঞ্জের মাধবপুরে শহীদ মিনারে ফুল দেয়া অবস্থায় ছাত্রলীগের ৩ নেতাকর্মী!