১১ জানুয়ারী, ২০২৩
ছবি: প্রতিকী ছবি
বগুড়া শেরপুর উপজেলায় পুকুর সেচে মাছ উত্তোলন করতে গিয়ে রাজেক আলী সরকার (৫১) নামে এক চাষির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
রাজেক আলী উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্রা পাড়া গ্রামের মৃত ইদা সরকারের ছেলে। আজ ১১ জানুয়ারি (বুধবার) ভোরে এই মৃত্যুর ঘটনা ঘটে।
জানা যায়, একই গ্রামের শাজাহান আলীর মালিকানাধীন একটি পুকুর তিন বছরের জন্য লিজ নেন রাজেক আলী সরকার। লিজের মেয়াদ শেষ হয়ে আসায় মঙ্গলবার রাত থেকে তিনি পুকুরের পানি উত্তোলনের কাজ শুরু করেন। এই কাজে তিনি বিদ্যুৎ চালিত মোটর ব্যবহার করছিলেন।
ভোর রাতে অসাবধানতাবশত সেই মোটরের তারে জড়িয়ে যান। এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম শফিক জানান, এই ঘটনায় কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। সেই সাথে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Good news
Good