২২ মার্চ, ২০২৩
ছবি: শেরপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানের স্থির চিত্র
বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্প-২ এর চতুর্থ পর্যায়ে ভূমিহীন-গৃহহীনদের মাঝে ভূমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে। বগুড়ার শেরপুর উপজেলায় আজ সকাল ৯ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার ১৭১ টি উপকারভোগী ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঘর প্রদান করা হয়।
সারা দেশে ৪র্থ পর্যায়ে ১৫৯ টি উপজেলায় সর্বমোট ৩৯,৩৬৫ টি পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদানের মাধ্যমে পূনর্বাসনের ব্যবস্থা করা হয়। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশ ব্যাপী উক্ত অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরই আলোকে বগুড়া শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়ন ২৬ টি, গাড়ীদহ ইউনিয়নে ৪ টি, খামারকান্দী ইউনিয়নে ৮ টি, মির্জাপুর ও শাহ্ বন্দেগী ইউনিয়নে ৩০ টি, বিশালপুর ইউনিয়নে ৮২ টি, ভবানীপুর ইউনিয়নে ৪ টি ও সুঘাট ইউনিয়নে ১৭ টি সর্বমোট ১৭১ টি পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা পর্যায়ে এ গৃহ ও ভূমি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রায়হান পিএএ, উপজেলা প্রকৌশলী মোঃ লিয়াকত হোসেন সহ উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ। সেই সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মন্ডলী।
প্রধান মন্ত্রীর উপহারের ঘর পেয়ে সুঘাট ইউনিয়নের ৭০ বছরের বৃদ্ধ মকছেদ আলি অনুভূতি ব্যক্ত করে বলেন, এতদিন তিনি খুবই মানবেতর জীবনযাপন করছিলেন। মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হতো সাহায্যের জন্য। প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে তার কষ্ট লাঘব হলো।