০৩ এপ্রিল, ২০২৩
ছবি: মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
বগুড়ার শেরপুর উপজেলায় সম্মিলিত সাংবাদিক জোট, শেরপুর বগুড়া এর উদ্যোগে দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান, সাভারে কর্মরত নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান, চট্রগ্রামের দৈনিক যুগান্তর পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ মাহবুব আলম সহ ডিজিটাল নিরাপত্তা আইনে সকলের মামলা প্রত্যাহার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
৩ এপ্রিল (সোমবার) বেলা সাড়ে দশটায় উপজেলার করতোয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্ব পার্শ্বে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
বাংলাদেশের বিভিন্ন জেলায় সাংবাদিকদের উপর থেকে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে গ্রেফতারকৃত সকল সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয় উক্ত প্রতিবাদ সমাবেশ থেকে।
শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাহিত্য, সাংস্কৃতি ও প্রচার সম্পাদক এ জেড হীরার সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, শেরপুর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হরিশংকর সাহা, পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আহমেদ, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সাহা, শেরপুর থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নান রোকন সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সংবাদ কর্মীদের ভিতরে ছিলেন সবুজ চৌধুরী, এস আই বাবুল, রঞ্জন কুমার দে, সৌরভ অধিকারী, সনাতন সরকার প্রমুখ।
এছাড়াও শেরপুর প্রেসক্লাব, শেরপুর থানা প্রেসক্লাব, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সংবাদকর্মী, ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।