৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয় / রাজনীতি

শেরপুরে ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

২৯ মার্চ, ২০২৩

জোবায়ের আহমেদ,
শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বগুড়া শেরপুর উপজেলা ছাত্রলীগের সদ্য নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করছে উপজেলার বর্তমান ও সাবেক নেতাকর্মীরা।
 

২৯ মার্চ (বুধবার) দুপুরে পৌর শহরের বাসস্ট্যান্ড ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্ব পার্শ্বে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাদের ব্যানারে এই কর্মসূচি পালন করে তারা।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানার সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাড়ীদহ ইউনিয়নের সজিবুর রহমান জেমস, কুসুম্বি ইউনিয়ন সভাপতি মিলনুর রহমান মিলন, সুঘাট ইউনিয়নের নেতা শরিফ আহম্মেদ, ভবানীপুর ইউনিয়নের আব্দুর রশিদ সরকার, খানপুর ইউনিয়নের মামুনুর রশীদ, ছাত্রলীগ নেতা রেজানুল হক, মাসুদ রানা, বায়েজিদ হাসান প্রমুখ।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নবগঠিত পকেট কমিটির সভাপতি গালিব সরকার যার নামে বঙ্গবন্ধুকে কটুক্তি করার অভিযোগ রয়েছে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ড্যানি যে একজন হত্যা মামলার আসামী। তারা কিভাবে এই পদে নিযুক্ত হতে পারে। এর বিরুদ্ধে তারা তীব্র নিন্দা জানান সেই সাথে এই কমিটি বাতিলের দাবি জানান।

তারা আরো বলেন, নেতা নির্বাচনের জন্য সম্মিলনের মাধ্যমে কাউন্সিলরদের সরাসরি ভোটে ছাত্রলীগের নেতা নির্বাচন করা হয়। কিন্তু জেলা নেতারা এর কিছু না করে কর্মীসভা ডেকে নিজেদের পছন্দের ব্যক্তিদের নাম ঘোষনা দেন। অথচ যাদের নাম ঘোষনা করা হয়েছে তাদের ছাত্রজীবন অনেক আগেই শেষ হয়েছে। এছাড়াও ওই কর্মীসভায় তৃণমূলের কোন নেতাকে ডাকেনি জোলা নেতারা।

অনতিবিলম্বে এই কমিটি বাতিল না করলে শক্ত কর্মসূচি নিয়ে মাঠে থাকার হুশিয়ারী দেন বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতারা। মানববন্ধন শেষে সেখান থেকেই বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Related Article