৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত

২৯ ডিসেম্বর, ২০২৪

তারুণ্য-২৪,
নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত

শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক ও শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জুবায়দুল আলম বলেন, রবিবার সাড়ে এগারোটার দিকে নকলা থেকে শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাস রিফাত পরিবহন শেরপুর জেলার ভাতশালা জোড়া পাম্প এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চারিত অটো রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় সিএনজি চালকসহ ঘটনাস্থলেই ৫ যাত্রী মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, বাস থানা হেফাজতে রয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আর আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good