১৯ মার্চ, ২০২৩
ছবি: আলোচনা সভা
বগুড়া শেরপুরে সম্প্রতি আত্মহত্যার প্রবনতা বেড়ে গেছে। এর রোধকল্পে সামাজিক সংগঠন কালের কন্ঠ শুভসংঘ এর স্থানীয় উপজেলা শাখার উদ্যোগে আত্মহত্যা প্রবণতারোধে আলোচনা সভার আয়োজন করা হয়। ১৯ মার্চ (রবিবার) দুপুর ২ টায় উপজেলার উলিপুর মহিলা ফাজিল মাদ্রাসায় এটির আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই বারীর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজিব শাহরিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শুভসংঘ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজ, দপ্তর সম্পাদক কামরুন্নাহার কেমি, কালের কন্ঠ শেরপুর উপজেলা প্রতিনিধি আইয়ুব আলী। এছাড়াও অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ সাইফুল ইসলাম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন উপজেলা সংঘের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনু।
আত্মহত্যার কারণ হিসেবে বক্তারা যেসকল বিষয় তুলে ধরেছেন তার মধ্যে অন্যতম হলো, পারিবারিক কলহ, অনলাইনের অবাধ ও অপব্যবহার, প্রেম ঘটিত বিষয়, বেকারত্ব, নিঃসঙ্গতা, মানুষিক চাপ, বিষন্নতা ইত্যাদি।
এই আত্মহত্যার ঘটনাগুলো মেনে নেয়া যায় না। ঘটনাগুলো আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে। এটির রোধে আমাদের সচেতনতা বৃদ্ধির ব্যপক প্রচেষ্টা চালাতে হবে। জীবনকে ভালোবাসা ও ধর্মীয় রীতিনীতি মেনে চলতে হবে। এই সভায় দুই শতাধিক শিক্ষার্থী আত্মহত্যাকে না বলার এই অঙ্গিকার ব্যক্ত করেন।