১২ সেপ্টেম্বর, ২০২৪
ছবি: সেপাক টাকরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশীপে অংশগ্রহণ কারি বাংলাদেশ দলের ক্রীড়া বিদ জামিল আহমদকে সংবর্ধনা
সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয় জামিল আহমদকে পহেলা সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর থাইল্যাণ্ডের রাচাসিমা কোরাত স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩৭ তম কিংস ওয়াল্ড চ্যাম্পিয়নশীপ সেপাক টাকরো ক্রীড়া প্রতিযোগিতায় এবার অবিশ্বাস্য সাফল্য দেখিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ টিমে একজন গর্বিত ক্রীড়াবিদ হিসাবে ছিলেন ছাতকের হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জামিল আহমদ।
এ উপলক্ষ্যে ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জামিল আহমদকে ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্নার পক্ষথেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্না জামিল আহমদের হাতে ফুল দিয়ে তাকে অভিনন্দন জানান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়, ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না বলেন জামিল আহমদ ছাতক তথা পুরো সিলেট বিভাগকে গৌরবান্বিত করেছেন।তার অংশ গ্রহনে পুরো জাতি গর্বিত হয়েছে। আমরা তার উত্তর উত্তর সাফল্য কামনা করি। যেন তিনি আরও এগিয়ে যেতে পারেন।
উল্লেখ্য, ডিভিশন -১ হোপ ইভেন্টে বাংলাদেশ মহিলা সেপাক টাকরো টিম সিলভার পদক এবং বাংলাদেশ পুরুষ সেপাক টাকরো টিম ব্রোন্ঞ্জ পদক সহ ৭টি পদক পেয়েছে। এর মধ্যে ছিলো
৫ টি ব্রোন্ঞ্জ ২ টি সিলভার পদক। রেগু ইভেন্টে -১টি, মিক্সড ট্রাইয়ো- ১টি, মিক্সড কোয়াড - ১টি, কোয়াড ইভেন্ট - ২ টি, হোপ ইভেন্টে - ২টি পদক অর্জন।
Good news
Good