১৫ ডিসেম্বর, ২০২৪
ছবি: আটককৃত প্রতারক ইকবাল
লোহাগাড়ায় সেনাবাহিনীর নাম ভাঙ্গিয়ে অর্থ গ্রহণের অভিযোগে মোঃ ইকবাল (৩৫) নামে যুবক আটক। আটককৃত ইকবাল উপজেলার চুনতি ইউনিয়ন ৫ নং ওয়ার্ড এর কাঠালিয়া পাড়ার আব্দুল আজিজের পুত্র।
তথ্য সূত্রে জানা যায়, প্রতারক ইকবাল নিরপরাধ সাধারণ জনগণকে ভয়ভীতি দেখিয়ে সেনাবাহিনীর হাতে তোলে দেয়ার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। ভোক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আনুমানিক দুপুর দুইটার দিকে লোহাগাড়া সেনা ক্যাম্পে তাকে ডাকা হয়। জিজিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অভিযোগ অস্বীকার করলে তাকে ভোক্তভোগীদের সামনে হাজির করা হয়। ভুক্তভোগীরা প্রয়োজনীয় ডকুমেন্টস উত্থাপন করলে প্রতারক ইকবাল দ্বায় স্বীকার করে নেন। আত্মসাৎ কৃত অর্থ ফেরতের ব্যবস্থা পূর্বক তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আরিফুর রাহমান জানান, প্রতারক ইকবালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রকৃয়াধীন। রোববার (১৫ ডিসেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।