২৭ অগাস্ট, ২০২৩
ছবি: বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ফয়জুর রহমান বাদল
আমি যখন এমপি ছিলাম নবীনগরের অনেক উন্নয়ন করেছি ,আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্যই আপনাদের দোয়া নিয়ে আবারো এমপি প্রার্থী হয়েছি।
একুশে আগস্ট গ্রেনেড হামলায় বিশ্বমানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে যারা মারার চেষ্টা করেছিল, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর নৌকাকে আমরা জয়ী করব। আমি নৌকা পেলে নবীনগর দালাল সন্ত্রাস ও মাদকমুক্ত থাকবে। সমাজে দুষ্কৃতিকারীদের কোন ঠাই হবে না, আমরা ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকার কে পুনরায় ক্ষমতায় আনতে হবে,না হলে জঙ্গি বাদের উত্থান হবে।
প্রধান অতিথি বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি ফয়জুর রহমান বাদল এই কথাগুলো বলেন।
শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জিনদপুর হাই স্কুল মাঠে একুশে আগস্ট গ্রেনেড হামলা দিবসে ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও শোক সভা অনুষ্ঠিত হয়। সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুর রউফের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, ডা. মিজানুর রহমান , সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মোস্তাফা জামাল, চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ, শফিকুল ইসলাম, কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, আনোয়ারুল হক, সাবেক ভিপি আ: রহমান, আবুল হোসেন তনু, খোরশেদ আলম চৌধুরী, এনামুল হক চৌধুরী, শেখ আব্দুল হাফিজ, চঞ্চল সরকার,আবুল হোসেন রানা, আবদুল হাদী,আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ ছাড়াও পূর্ব এলাকার শিবপুর ও লাউর ফতেহপুর ইউনিয়নের বাশারুক বাজারে আওয়ামী লীগের উদ্যোগে একুশে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ফয়জুর রহমান বাদল। পরে উৎসুক জনতা বাদল ভাইকে আবারো এমপি হিসেবে দেখতে চাই বলে হাত নাড়িয়ে উৎসাহিত করেন।