৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

সবজির ফলনও ভালো দাম বেশি কৃষকের মুখে হাসি

২৭ এপ্রিল, ২০২৩

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: কৃষকের মুখে হাসি


ঠাকুরগাঁওয়ের মাঠে মাঠে দোল খাচ্ছে বিভিন্ন প্রকার সবজি। এবার খরিত ২ মৌসুমে জেলার সবজির রাজধানী হিসেবে পরিচিত ঠাকুরগাঁও সদর উপজেলার খড়ি বাড়ি( বড়দেশ্বরী) এলাকাটি। সব মৌসুমে এই সবজি পল্লীর উৎপাদিত বিভিন্ন প্রকার সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। এতে লাভবান হচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরা। আর ভোক্তারা পাচ্ছেন বিভিন্ন ধরনের আগাম সবজি।  এবছর খরিত ২ মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এলাকার সবজির ফলনও বাম্পার দামও বেশি পাওয়ায় চাষীদের মুখে দেখা যায় হাসি। 
জেলার সবজি পল্লী খড়ি বাড়ি এলাকায় গিয়ে দেখা যায় কেউ সবজি পরিচর্যায় ব্যস্ত কেউ মাঠ থেকে  সবজি তুলে বিক্রি করতে ব্যস্থ সময় পার করছে। খরিত ২ মৌসুমে এখানে চাষ করা হয়েছে জালী, লাউ, ধুন্দল, চিচিংগা, করলাসহ বিভিন্ন সবজি। 
এ সময় কথা হলো সবজি চাষী হবিবর রহমানের সাথে তিনি বেশ আনন্দের সাথে বললেন তিনি এক একর জালী ৫০ শতাংশ জমিতে শসা চাষ করে বেশ লাভের মুখ দেখছেন। 
আরেক জন চাষি আব্দুল আলীম বলেন আমি প্রতি বছর শুধু সবজি চাষ করি তবে এই মৌসুমে বিশেষ করে জালী, চিচিঙ্গা সহ সবজির ফলন ভালো হয়েছে এবং দামাও ভালো পাচ্ছি।  তিনি আরও বলেন আমি আাশা করছি এবছর একর প্রতি ১ থেকে ১ লাখ পঞ্চাশ হাজার টাকা লাভ হবে।

ব্যবসায়ী ফইজুল জানান, সবজির মান ভালো হওয়ায় পাইকারি দরে কিনে রাজধানীসহ বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন ব্যবসায়ীরা। এবার আগাম সবজির ফলন বেশি হওয়ায় দৈনিক ৪-৫টা করে সবজির গাড়ি লোড করে ঢাকাসহ বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন। গতবার এই সময়ে প্রতিদিন এক থেকে দুইটা ট্রাক লোড হয়েছিল।

২১ নং ঢোলারহাট ইউনিয়ন উপ-সহকারী কৃষি মোবাশ্বেরুল ইসলাম বলেন, ইউনিয়নের ধর্মপুর ব্লকে তথা খড়ি বাড়ি গ্রামে প্রায় ৭ হেক্টর জমিতে জালী কুমরা চাষ করা হয়েছে এবং অনন্যা সবজিও বেশ চাষ করেছেন কৃষকরা। তিনি বলেন কৃষক বিভাগ সবসময় কৃষকদের সঠিক পরামর্শ দিয়ে আসছে।


ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায় বলেন, সবজি চাষে সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। আগাম সবজি চাষে কৃষকরা ভালো দাম পাচ্ছেন বলে আগাম সবজি চাষে ঝুঁকছেন অনেক কৃষক। আশাকরি আবহাওয়া ভালো থাকায় সবজি আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

এছাড়াও ঠাকুরগাঁও সদরে এবার জালী কুমরা সহ বিভিন্ন  সবজির  আবাদ হয়েছে ১ হাজার ৫০০ হেক্টর জমি বলে জানান তিনি।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good