০২ ডিসেম্বর, ২০২৪
ছবি: অভিযুক্ত আশীষ দেববর্মা ও অমিত দেব বর্মা
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে বারবার উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্রের মামলার আসামি আশীষ দেব বর্মা ও অমিত দেব বর্মা গংয়ের বিরুদ্ধে বনের জায়গা দখল করে লেবু চাষ করার অভিযোগ উঠেছে। অভিযোগ, সাতছড়ি বনের ৫/১ ভাগ তাদের দখলে রয়েছে এবং প্রায় ৫০০ একর বনভূমি বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস করে সেখানে লেবু চাষ করা হচ্ছে।
বনের ধ্বংস ও লেবু প্রকল্প থেকে অর্জিত লাভ সন্ত্রাসী ও জঙ্গি অর্থায়নে ব্যবহৃত হচ্ছে এমন জানাচ্ছেন অনেকে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, কারা তাদের এই অপতৎপরতায় সমর্থন দিচ্ছে?
চুনারুঘাটের ইউএনও ও বন বিভাগ বিষয়টি নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে অনীহা প্রকাশ করছেন। ধারণা করা হচ্ছে, প্রভাবশালী মহলের সমর্থনের কারণে প্রশাসনও নিরব ভূমিকা পালন করছে।
এছাড়া, সাতছড়ি জঙ্গলের ভিতরে ত্রিপুরা জনগোষ্ঠীর বিলাসবহুল জীবনযাপন অনেকের মনে সন্দেহ সৃষ্টি করেছে। প্রায় ৫০-৬০টি পরিবারের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন উঠেছে।
সাতছড়ি জাতীয় উদ্যানের বনভূমি ও বন্যপ্রাণীর সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া এবং অবৈধ দখল ও লেবু বাগান উচ্ছেদ করা অত্যন্ত জরুরি বলে দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।এছাড়া বর্তমান দেশের প্রেক্ষাপটে সাতছড়ি জাতীয় উদ্যানের রহস্যময় কর্মকাণ্ড আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়ে দাঁড়াতে পারে।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে চুনারুঘাটের ইউএনও রবিন মিয়া জানান,দীর্ঘদিন থেকেই বনের জায়গা ব্যবহার করে লেবু চাষের বিষয়টি হয়ে আসছে। তবে দখলকারীদের সন্ত্রাসী সম্পৃক্ততা রয়েছে কিনা সেটি পুলিশ ভালো বলতে পারবে। আমরাও বিষয়টি খতিয়ে দেখব।