৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অপরাধ / সারাদেশ / জাতীয়

সাড়ে ৪ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

০৩ মার্চ, ২০২৩

মো:তৌহিদুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি

ছবি: গোবিন্দগঞ্জ থানা


গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাড়ে ৪ বছরের এক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মিলন বাবু (১৫) নামের ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ মার্চ) সাঘাটা উপজেলার পাকুরতলি এলাকা থেকে বাবুকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাবু গোবিন্দগঞ্জ উপজেলার মিরাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। শিশুটি একই গ্রামের বাসিন্দা।

জানা যায়, বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরের দিকে শিশুটি বাড়িতে একাই ছিল। এ সুযোগে মিলন বাবু ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মিলন বাবু পালিয়ে যায়। পরে অসুস্থ অবস্থায় শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।  

এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, এই মামলার আসামি মিলন বাবুকে শুক্রবার গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Related Article