৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অপরাধ

সার বলে মাটি বিক্রির দায়ে ব্যবসায়ীর জেল ও ডিলারশীপ বাতিল

১৭ নভেম্বর, ২০২২

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: জনগণ, সারের প্যাকেট ও দোকানের ছবি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সারের পরিবর্তে মাটি বিক্রি করা দায়ে মেসার্স ভাই ভাই রকমারী ষ্টোরের মালিকের ছেলের ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজা এবং ডিলারসিপ বাতিলের ঘোষণা দিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে তাবাসসুম।

ঘটনার বিবরণে জানা গেছে, উপজেলার ৩নং দলদলী ইউনিয়নের মুশরীভূজা-জামতলা বাজারে অবস্থিত সার, বীজ, কীটনাশক ও বিভিন্ন হার্ডওয়্যার সামগ্রীসহ মুদিখানা দোকান "মেসার্স ভাই ভাই রকমারী ষ্টোরের মালিক আলহাজ্ব মোঃ দূরুল হোদা ওরফে হঠাৎ দূরুল'র ব্যবসা প্রতিষ্ঠান। বুধবার বিকেল প্রায় সাড়ে ৪টার দিকে সার ক্রেতা শ্রী ভাদু কর্ম্মকার ঐ দোকানে সার ক্রয় করে সারের প্যাকেট খুলে দেখতে পায়, সারটি নকল ও দোকানদারের তৈরী করার মত। প্রেক্ষিতে সার ক্রেতা শ্রী ভাদু ঐ দোকানে বসা দূরুল হোদার ছেলে আকতারুল ইসলাম, কর্মচারীসহ অন্যান্যদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে জমায়েত হতে থাকে স্থানীয় জনগণ। ঘটনার এক পর্যায়ে জনসাধারণ ক্ষীপ্ত হয়ে দোকানে বসা আকতারুল ও কর্মচারীর উপর চড়াও হয়। ঘটনাটি অন্যদিকে মোড় নেয়ার আগে স্থানীয় সচেতন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি ফোনে ঘটনার কথা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম ও পরে উপজেলা কৃষি অফিসার সুলতান আলী উভয়কেই অবিহিত করেন। ঘটনাটি সরজমিনে দ্রুত গিয়ে প্রত্যক্ষ করেন এবং তিনি উত্তেজিত জনতাকে মাইক ব্যবহার করে তাদেরকে শান্ত করেন। পরে তাদের উদ্দ্যেশ্যে ইউএনও বলেন, আপনারা শান্ত হোন এবং আপনারা নিজেদের হাতে আইন তুলে নিবেন না। আমি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো বলে উপস্থিত জনগণকে আস্বস্ত করেন। পরে এ ঘটনায় জড়িত দোকান মালিকের ছেলে আকতারুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম গ্রেফতার করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু বলেন, এ ঘটনায় জড়িত দূরুল হোদা দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছিলো। তিনি এর আগে নব্বুইয়ের দশকে এই ধরণের আরো একটি ঘটনা ঘটিয়ে ছিলো। ঐ সময়ে তাদের বিরুদ্ধে মামলা হলেও আইনের ফাক-ফোকর দিয়ে বের হয়ে আসে। কিন্তু আজকের ঘটনাই প্রমাণ করে জনগণকে ঠকিয়ে সার বলে মাটি বিক্রি করে হাতেনাতে ধরা পড়েছে বলে তিনি উপস্থিত জনগণের কাছে উপস্থাপন করেন।

Related Article