১৬ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠান
প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা ভালোবাসায় সিক্ত সাপ্তাহিক গাইবান্ধার বুকে। ১৬ ফেব্রয়ারি বৃহস্পতিবার ‘সাপ্তাহিক গাইবান্ধার বুকে’ এর প্রতিষ্ঠা বার্ষিকী। এদিন শুভেচ্ছা, ভালোবাসায় সিক্ত হয় পত্রিকাটি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক।
স্বাগত বক্তব্য দেন সাপ্তাহিক গাইবান্ধার বুকে এর প্রকাশক ও সম্পাদক শামসুজ্জোহা। পত্রিকার সম্পাদক-প্রকাশককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কবি সোহেল রানা। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, সহ-সভাপতি দীপক কুমার পাল, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক কুদ্দুস আলম, পাঠাগার সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য খায়রুল ইসলাম, রজতকানিত্ম বর্মন, রেজাউল হক মিতা প্রমুখ। প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বাবু অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাপ্তাহিক পলাশবাড়ি পত্রিকার প্রকাশক ও সম্পাদক উত্তম সরকার, সাপ্তাহিক অবিরামের যুগ্ম সম্পাদক রফিক উদ্দিন ডিজু, বার্তা সম্পাদক ওমর ফারুক, স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম বিপ্লব, সাপ্তাহিক গাইবান্ধার বুকের স্টাফ রিপোর্টার স্বজন ইসলাম, সাংবাদিক মাইদুল ইসলাম, ফারুক হোসেন, এস.এম ময়নুল হুদা, শাহীন নুরী, জুয়েল আজমীর, শামছুল হক, আব্দুস সালাম, জাকারিয়া হাসান সুমন, হাসানুজ্জামান প্রমুখ। আলোচনা শেষে কেক কাটা হয়।
Good news
Good