০৮ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: সালমা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সালমা নামে একটি মেয়েকে পাওয়া গিয়েছে। বর্তমানে মেয়েটি গোবিন্দগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। পথ ভুলে গোবিন্দগঞ্জে চলে এসেছে সালমা বলে মেয়েটি জানায়।
মেয়েটির কথা মতে তার নাম: মোছা সালমা, পিতা:-মো: শেখ আইয়ুব আলী গ্রাম+পোস্ট হরিরামপুর জেলা মানিকগঞ্জ।
গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন জানান, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউপির কাটামোড়ে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশের হেফাজতে দেয়। এছাড়াও মেয়েটি একেক সময় একেক কথা বলে। যদি কেউ এই মেয়েটিকে চিনেন তাহলে গোবিন্দগঞ্জ থানা পুলিশের সাথে যোগায়োগ করুন। বর্তমানে এই মেয়েটি গোবিন্দগঞ্জ থানা পুলিশের হেফাজতে আছে। যোগায়োগের ঠিকানা:-ওসি, গোবিন্দগঞ্জ মোবাইল:-০১৩২০-১৩২৪৮০
Good news
Good