০১ Jun, ২০২৩
ছবি: প্রতীকি
বগুড়ার শাজাহানপুরে সড়ক দূর্ঘটনায় আফরোজ শাহিদ রাজিন(৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন ও রনি রহমান নামে এক চালক গুরুতর আহত হয়েছে।
আহত রনি রহমান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাজাপুর আধারঘাট নামক স্থানে বগুড়া -ঢাকা মহাসড়কে এ দূঘর্টনা ঘটে।
নিহত রাজিন বগুড়া সদরথানাধীন রহমান নগর গ্রামের মৃত আশরাফুল আলমের ছেলে। তিনি উপজেলার সাজাপুর টিএমএসএস সিএনজি স্টেশন শাখার একজন স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. ফরিদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার সাজাপুর আধারঘাট নামকস্থানে বগুড়া -ঢাকা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত টিআর বাসের ধাক্বায় মোটরসাইকেল আরোহী আফরোজ শাহিদ রাজিন ঘটনাস্থলে মারা যায়। এবং রনি রহমান নামে আরেকজন আহত হয়েছে।
নিহত রাজিন সাজাপুর টিএমএসএস সিএনজি স্টেশন শাখার একজন স্টাফ হিসেবে কর্মরত ছিলো। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষ নিহত রাজিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ও আহত রনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
Good news
Good