১২ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু।
বগুড়া শাজাহানপুরে গোহাইল ইউনিয়নে প্রাথমিক শিক্ষা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী অত্র ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে খাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু।
দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান। এছাড়াও অত্র ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, শিক্ষার্থীরা সহ অত্র ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতা শহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা সজিব আল হাসান, নাজমুল হুদা সহ স্থানীয় এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।