৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অপরাধ

শাজাহানপুরে কলেজ ছাত্র আশিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

১২ ফেব্রুয়ারী, ২০২৩

সাবিক ওমর (সবুজ),
শাজাহানপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: আশিক হত্যার প্রতিবাদে মানববন্ধনের

শাজাহানপুরে কলেজ ছাত্র আশিক হত্যার প্রতিবাদে আজ রবিবার সকাল ১১.০০ ঘটিকায় উপজেলার সামনে মানববন্ধন করেন। উক্ত মানববন্ধনে অংশ গ্রহণ করেন আশিকের আত্মীয়স্বজন, বিদ্যালয়ের বন্ধুসহ এলাকাবাসী। 

আশিকের বাবা বলেন, আমার সন্তানকে যারা হত্যা করেছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারে সম্পূর্ণ করতে হবে। আমাদের একাটাই দাবি, খুনিদের ফাঁসি চাই। আমার মতো যেন কাউকে আর সন্তান হারাতে না হয়, এজন্য তাদের ফাঁসি দিত হবে।

তার বাবা ছড়াও পরিবারের লোকজন ও তার বন্ধুরা ফাঁসির দাবিতে বক্তৃতা দেন।

উল্লেখ্য, নিহত শাহরিয়ার ইসলাম রিয়াজ (আশিক) আসামী কাউছারকে একটি কাজ করে দেয়ার বিনিময়ে মাত্র ৪০০ টাকা প্রদান করে। কিন্তু আসামী কাউছার কাজটি না করলে আসামীর কাছে উক্ত টাকা ফেরত চায়। কিন্তু আসামী কাউছার উক্ত টাকা আসামী মাহমুদুলের নিকট রাখে। আসামী মাহমুদুল উক্ত টাকা খরচ করে ফেলে। আসামী কাউছার টাকা দিতে তালবাহানা করে এবং ভিকটিম তার এক কথিত এলাকার বড় ভাইকে দিয়ে আসামী কাউছার ও সাহানকে টাকাটা ফেরত দেয়ার চাপ সৃষ্টি করলে আসামীরা অপমানিত বোধ করে। এছাড়াও হত্যাকান্ডের দুইদিন পূর্বে উক্ত টাকা চাওয়া কে কেন্দ্র করে নিহত আশিক ও আসামী কাউছারকে মারধর করার উপক্রম পরিবেশ তৈরী করে। এসব কারনে তারা রাগান্বিত হয়ে অন্যান্য আসামীদের সাথে পরামর্শ করে হত্যার পরিকল্পনা করে।

Related Article