৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয় / রাজনীতি / আইন-আদালত / অপরাধ

শাজাহানপুরে জমি নিয়ে মারামারি, আহত দুই জন

২৫ নভেম্বর, ২০২৪

গোলাম আজম,
বগুড়া জেলা (বগুড়া ) প্রতিনিধি

ছবি: ছবি: প্রতিকী।

বগুড়ার শাজাহানপুরের গোহাইল ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছুরিকাঘাতে কৃষকসহ দুই জন আহত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের পাঁচ পুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের চেঙ্গা পাঁচ পুকুরিয়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মোঃ নজরুল ইসলাম ও একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ আব্দুল কাদের।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শাজাহানপুর থানায় আব্দুল কাদের ও মৃত আব্দুস সালামের ছেলে শরিফুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত নজরুল ইসলামের স্ত্রী মোছাঃ রুমা।

অভিযোগ সুত্রে জানা যায়, নজরুল ইসলাম কৃষি জমিতে ফসল দেখে নিজ বাড়িতে আসার সময় পাঁচ পুকুরিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের সামনে আসা মাত্র পূর্ব পরিকল্পিত ভাবে আব্দুল কাদের ও শরিফুল ইসলাম ধারালো চাকু ও লোহার রড দিয়ে আমার স্বামী নজরুল ইসলামের মাথা, হাত ও চোখে আঘাত করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় হত্যার হুমকি দেয়। আমার স্বামী তাদের আঘাতে মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়।

অভিযুক্ত আব্দুল কাদের বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের সাথে তাদের বিরোধ চলছে। সেটা নিয়ে কথাকাটাকাটি হয়েছে। আমি কাউকে চাকু মারিনি। বরং আমাকে নজরুল ইসলামসহ ২/৩ জন আমার উপর হামলা করে আহত করেছে। বর্তমানে আমি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি হয়ে আছি।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।। লিখিত অভিযোগ দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Article