৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয় / আইন-আদালত / অপরাধ

শাজাহানপুরে চাঞ্চল্যকর রাজু'র হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

০৮ এপ্রিল, ২০২৩

গোলাম আজম,
বগুড়া জেলা (বগুড়া ) প্রতিনিধি

ছবি: চাঞ্চল্যকর রাজু'র হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বগুড়ার শাহজানপুরে চাঞ্চল্যকর অটোরিকশা চালক রাজুকে নৃশংসভাবে হত্যাকান্ডের ঘটনার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তারের  দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ই এপ্রিল) সকাল ১১টায় শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বক্তারা এলাকায় ছিনতাই ও চুরির ঘটনা থেকে প্রতিকার এবং হত্যাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানবন্ধনে এ সময় উপস্থিত ছিলেন নিহত রাজুর মা আলেয়া বেওয়া, স্ত্রী তারা বেগম, ১৩ বছর বয়সী মেয়ে আরজুমা, ৫ বছর বয়সী ছেলে তানজিদ হাসান, দোকান মালিক সমিতির সাবেক সভাপতি আমিনুল ইসলাম মুন্নু, এ্যাড. আব্দুল গফুর, সমাজসেবক আব্দুস সালাম, রেজাউল করিম, বাদশা মন্ডল, জামাল ফকির সহ নিহত রাজুর পরিবারের সদস্য ও এলাকার শত শত নারী পুরুষেরা।

উল্লেখ্য গত ২৩ মার্চ বৃহস্পতিবার সকালে অটোরিকশা চালক রাজুর মরদেহ শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর ঢাকা-রংপুর মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে পুলিশ। সে সময় তার শরীরে একাধিক ক্ষত চিহ্ন পাওয়া যায় । সে সময়  পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করে অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Related Article