০২ মে, ২০২৪
ছবি: মাদবপুর থানা
হবিগঞ্জের মাধবপুর উপজেলা চত্বর থেকে তালা ভেঙে বাইসাইকেল চুরির অপরাধে সরকারি স্কুলের দুজন দপ্তরিকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-জহিরুল ইসলাম যিনি উপজেলা আন্দিউড়া ইউপির মীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি পদে কর্মরত।অন্যজন মুজাহিদ মিয়া স্থানীয় কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি।
মাধবপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় দুজনকে আটক করা হয়।চুরিকৃত সাইকেলটিও জব্দ করা হয়।
গত বুধবার (১ মে) হবিগঞ্জের দৈনিক চেকপোস্ট ও গর্জন ৭১ সহ কয়েকটি পত্রিকায় মাধবপুরের ইউএনও একেএম ফয়সাল শুধু মুছলেকা ২ জন দপ্তরিকে ছেড়ে দেয়ার সংবাদ প্রচার হলে উপজেলা জুড়ে চাঞ্চলের সৃষ্টি হয়।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে এ দুজনকে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে গ্রেফতারকৃত দপ্তরী জহিরুল ইসলামের বক্তব্য নেওয়া সম্ভব না হলেও অন্য গ্রেফতারকৃত মুজাহিদ মিয়া বলেন, আমি এই চুরিতে কখনোই সংযুক্ত ছিলাম না। ইউএনও স্যার আমাকে দশ হাজার টাকা মূল্য দামে স্টাম্প কিনে দিতে বলেছিলেন। আজ হঠাৎই মাধবপুর থানার পুলিশ আমাকে গ্রেফতার করেছে। ঘটনা নির্ভুল তদন্ত করলে দেখবেন আমার কোন দায় নেই।
এ ব্যাপারে মাধবপুর থানার তদন্ত ওসি আতিকুর রহমান বলেন,চুরির দায়ে এদেরকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালতে প্রেরণ করা হবে।