১৬ অক্টোবর, ২০২২
ছবি: পা হারানো ছকিনা
গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলা ৯ নং বনগ্রাম ইউনিয়নের বুজরুক পাটানোসা গ্রামের মৃত নায়েব উদ্দিনের স্ত্রী ছকিনা বেগম (৭০) ভিক্ষা করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় একটি পা হারিয়ে ফেলেন। বৃদ্ধার দুই ছেলে দুই মেয়ে। তিন ছেলে মেয়ে তার কোনো খোজ না রাখলেও মায়ের এই পরিস্থিতিতে পাশে দাড়িয়েছেন সয় সম্বলহীন ছোট মেয়ে রহিমা বেগম। গত দেড় মাস যাবৎ পা হারিয়ে বিছানায় পরে আছেন বৃদ্ধা।
আশেপাশের সবার সাহায্য সহযোগিতা এবং ধার দেনা করে রহিমা বেগম মায়ের চিকিৎসা চালাচ্ছেন। এতে অবস্থার উন্নতি হচ্ছে না দেখে তিনি মানবিক সহযোগিতার জন্য অনুরোধ করেন। তাদের বর্তমান অবস্থা এতোটাই খারাপ যে ঘরে চাল ডাল কিছুই নাই প্রতিবেশির দেওয়া এক প্লেট ভাত খেয়ে বেলা যাচ্ছে অসহায় দুই মা ও মেয়ের। মায়ের চিকিৎসা করে মাকে সুস্থ করে তোলা যেনো অসহায় রহিমা বেগমের কাছে আকাশ ছোয়ার মতো। সুচিকিৎসা ও একটি হুইল চেয়ার হলে অসহায় মা একটু হলেও ভালো থাকতো।
গাইবান্ধা জেলাসহ সারাদেশের মানবিক ভাই ও বোনেরা আপনাদের কাছে বিশেষ অনুরোধ এই অসহায় বৃদ্ধার চিকিৎসা এবং একটি হুইল চেয়ারের জন্য আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন।অসুস্থ ছকিনা বেগমকে সহযোগিতা করতে (01734-380655- বিকাশ) এই নাম্বারে কথা বলে সহযোগিতা করার অহব্বান জানাচ্ছি।
Good news
Good