০৫ জানুয়ারী, ২০২৩
ছবি: মৃত্যু যুবকের মৃতদেহ দেখতে এলাকার মানুষের ভীর
গাইবান্ধা সাদুল্লাপুরে কাঠাল গাছ থেকে পড়ে শফিউল ইসলাম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বেপারী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউল ইসলাম ওই এলাকার মৃত্যু মেছের উদ্দিনের ২য় পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের (১নং ওয়ার্ড) সদস্য মো. এনামুল হক।
তিনি জানান, ছাগলকে খাওয়ানোর জন্য কাঁঠালপাতা পাড়তে গাছে ওঠেন শফিউল ইসলাম। এ সময় গাছ থেকে পা পিছলে মাটিতে পড়ে গুরুতর আহত হন শফিউল। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্বার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিউলের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ প্রেরণ করেন, পরে রংপুর মেডিকেলে নেয়ারপথে পীরগঞ্জ নামক স্থানে পথিমধ্যে তার মৃত হয়।
Good news
Good