২৪ নভেম্বর, ২০২২
ছবি: আটককৃত দুই মাদক কারবারি।
সিরাজগঞ্জে ৯৯ বোতল ফেন্সিডিলসহ এক নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২। আজ বৃহস্পতিবার ২৪ নভেম্বর বিকালে সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার নলকা ইউনিয়নস্থ ঢাকা-রংপুর মহাসড়কের সিরাজগঞ্জ মোড় থেকে তাঁদেরকে আটক করে র্যাব।
আটককৃতরা হলেন রাজশাহীর বাগমারা উপজেলার বড়বিহান আলী চানপাড়া এলাকার মৃত কাশেমের ছেলে মো. মতিউর রহমান (৪০) ও মো. মতিউর রহমানের স্ত্রী নীলুফা ওরফে কল্পনা।
র্যাব-১২ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন নলকা ইউনিয়নস্থ ঢাকা-রংপুর মহাসড়কের সিরাজগঞ্জগামী রাস্তার মোড়ে একটি মাদক বিরোধী চালিয়ে ৯৯ বোতল ফেন্সিডিলসহ তাঁদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব-১২ জানতে পেরেছে বলে জানায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। মামলার প্রক্রিয়া চলছে।
Good news
Good